আগরতলা : মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে বৃদ্ধ মার মৃত্যুর পর দেহ ঘরেই মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে বলে অভিযোগ। এই ঘটনা সকলের সামনে পরে স্বীকারও ছেলে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অরুন্ধতীনগর রাম ঠাকুর পাড়ায়।ঘটনায় জানা গেছে, এলাকায় তিন ভাই সহ মা থাকতেন। দুই ভাই আগেই মারা গেছেন। তাঁরা কিছুটা মানসিক ভারসাম্য হীন ছিলেন। ছোট ভাই আশিস সাহা ও তার মা সাধনা সাহা বাড়িতে থাকেন। আশিসও মানসিক ভারসাম্যহীন। মা সাধনা সাহা অনেক দিন ধরেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। স্থানীয়রা জানান, এর আগেও একটি পশু এভাবে মাটি চাপা দিয়েছিল।পুলিস ঘটনার তদন্ত করছে।মঙ্গলবার স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে আশিস স্বীকার করে তার মা-র মৃত্যু হয়েছে সোমবার সন্ধ্যায়। সে স্থানীয়দের কিছু না জানিয়ে মা-র দেহ ঘরেই মাটির নিচে রেখে দেন। ঘটনা জানাজানি হতেই লোকজন ভিড় জমান। চাঞ্চল্যকর ঘটনা জানতে পরে পুলিস দ্রুত ছুটে আসেন এই বাড়িতে।
ঘরে মা-র দেহ পুঁতে রাখল ছেলে
152