আগরতলা : সরকারি নিয়ম মেনেই চলতে হবে। সরাসরি বহিঃরাজ্য থেকে আসা মাছের গাড়ি নিয়ে যাওয়া যাবে না কোন বাজারে।বৃহস্পতিবার নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। দুর্গা পূজার আগে নাগিছড়ায় ঘটা করে সূচনা হয় এই ইয়ার্ডের।এটি চালু করা হয়েছে বহিঃরাজ্য থেকে মাছ নিয়ে যেসব গাড়ি আসে সেগুলি সরাসরি যাতে মহা রাজ গঞ্জ কিংবা বটতলা বাজারে না গিয়ে সেখানে যাবে। পরে ছোট গাড়ি করে সেখান থেকে বিভিন্ন বাজারে মাছ নিয়ে যাওয়া হবে।কিন্তু এক পক্ষকালেরও বেশি সময় ধরে নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড- এ মাছের গাড়ি যাওয়া যাওয়া বন্ধ হয়ে যায়। অভিযোগ সরাসরি ব্যবসায়ীরা আগের জায়গায় মাছের গাড়ি নিয়ে যাচ্ছে। এনিয়ে খবর চাউর হতেই নড়েচড়ে বসে আগরতলা পুর নিগম। অবশেষে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বৃহস্পতিবার ইয়ার্ডে ছুটে যান। সেখানে গঠন করে দেওয়া সোসাইটি ও বটতলা- মহা রাজ গঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ব্যবসায়ীদের তরফে সমস্যা জানানো ফি-র বিষয়টি নিয়ে। মেয়র বিষয়টি দেখা হবে বলে জানান। তিনি জানান, ব্যবসায়ী ও পুর নিগমের মধ্যে একতা গ্যাপ তৈরি হয়েছিল। তা সুরাহা হয়ে গেছে। পুর নিগমের মেয়র জানান, দুই দিন আগে থেকেই ফের বহিঃ রাজ্য থেকে মাছ নিয়ে গাড়ি গুলি সেখানে আসছে। তবে তিনি সাফ জানিয়ে দেন সরকারি যে নিয়ম করে দেওয়া হয়েছে তা ব্যবসায়ীদের মানতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।
নাগিছড়া ফিশ ট্রানশিপমেন্ট ইয়ার্ড পরিদর্শনে মেয়র
303
previous post