আগরতলা : সাংবাদিকদের মধ্যে প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শুরু হলো শিব বাড়ি মাঠে নিমাই রতন স্মৃতি সিক্সে সাইড ক্রিকেট টুর্নামেন্ট। উদ্যোক্তা সেন্ট্রাল রোড যুব সংস্থা। এবার উদ্যোক্তাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন। প্রীতি এই ক্রিকেট ম্যাচে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের ক্রিকেটাররা মুখোমুখি হয় জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের। বন্ধুত্বপূর্ণ মেজাজেই হলো ছয় ওভারের ম্যাচটি। টিএসজেসি-র হয়ে খেলেন অনির্বাণ, বিশ্বজিৎ, দিব্যেন্দু, অঞ্জন, প্রণব ও প্রসেনজিৎ। অপরদিকে জেআরসি-র হয়ে খেলেন জাকির, সায়ন, সুব্রত, অভিষেক, মিল্টন ,কৃষানু ও বিষ্ণু। ম্যাচটি দারুন ভাবে উপভোগ করলেন ক্রিকেটার সহ মাঠে উপস্থিত প্রত্যেকেই। ছয় ওভারের ম্যাচে জেআরসি প্রত্যাশিতভাবেই জয়লাভ করে। এদিকে ম্যাচ শুরুর পূর্বে আয়োজকদের তরফে রাজ্যের অন্যতম একজন বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক তথা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সরযূ চক্রবর্তীকে পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানানো হলো। এরপর দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন অতিথি সরযূ চক্রবর্তী সহ সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। আয়োজকদের ভূয়সী প্রশংসা করলেন সরযূ বাবু। ম্যাচের পর দুদলের সাংবাদিকদের স্মারক দিয়ে অভিবাদনও জানানো হলো উদ্যোক্তাদের তরফে। একে একে প্রত্যেক সাংবাদিকের হাতে স্মারক তুলে দিলেন সেন্ট্রাল রোড যুব সংস্থার প্রতিনিধিরা। উল্লেখ্য, এবারকার টুর্নামেন্টে মোট ৬৪ টি দল অংশ গ্রহণ করেছে। চ্যাম্পিয়ন দল পাবে সুদৃশ্য ট্রফি সঙ্গে রয়েছে বাইক। রানার্স দল পাবে ১৫ হাজার টাকা ও ট্রফি।
টিএসজেসি-জেআরসি প্রদর্শনী ম্যাচ দিয়ে নিমাই রতন স্মৃতি ক্রিকেট শুরু
182