আগরতলা : মহিলা অপরাধ, ড্রাগস, সাইবার ক্রাইম সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধগে একত্রিত হয়ে লড়াইয়ের বার্তায় রাজ্যে একদিনে হয় ইউনিটি ফর রান। রাজধানী আগরতলায়ও হয় ইউনিটি ফর রান কর্মসূচী।ত্রিপুরা পুলিসের ১৫০ তম বর্ষ পূর্তিতে রাজ্যে বিভিন্ন কর্মসূচী পালন করা হচ্ছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় হচ্ছে অনুষ্ঠান। শুক্রবার একযোগে রাজ্যের প্রতিটি জেলআয় হয় একতার বার্তা ছড়িয়ে দৌড় প্রতিযোগিতা। পশ্চিম জেলার ইউনিটি ফর রান হয় এ ডি নগর পুলিস গ্রাউন্ডে। সকালে ত্রিপুরা পুলিসের বিভিন্ন ইউনিটের পুরুষ- মহিলা কর্মী সহ সাধারণ মানুষ কিশোর কিশোররা রান ফর ইউনিতিতে অংশ নেনেন। জেলার বিভিন্ন থানার পুলিস এতে অম্নঘস নেন। পুরুষ- মহিলা ৫ কিলো মিটার করে দৌড় প্রতিযোগিতা হয়। অরুন্ধতিনগর পুলিশ গ্রাউন্ড থেকে রান ফর ইউনিটি শুরু হয়। এলাকার বিভিন্ন জায়গা ঘুরে।দৌড় প্রতিযোগিতা শেষে ছেলেদের বিভাগে প্রথম ১০ জন এবং মেয়েদের বিভাগে প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রথম ১০ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। ইউনিটি ফর রান প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ডি আই জি রেঞ্জ মঞ্চাক ইপ্পার, পশ্চিম জেলার পুলিস সুপার কিরণ কুমার কে সহ অন্যরা। প্রতিযোগিতায় প্রায় ৩০০ জন পুরুষ- মহিলা অংশ নেন। বেশ সাড়া পরে একে ঘিরে।
১৫০ বছর পূর্তিতে পশ্চিম জেলায় পুলিসের রান ফর ইউনিটি
128
previous post