ত্রিপুরা আগরতলা : বনমহোৎসবকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে পরিবেশ রক্ষার বার্তায় বৃক্ষ রোপণ কর্মসূচী। আগরতলায়ও বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপণ। এই বনমহোৎসবের অঙ্গ হিসেবে সবুজায়নের বার্তায় শহরের উপর দিয়ে বয়ে যাওয়া হাওড়া নদীর পাড়ে লাগানো হল বড় ও ছোট গাছ। লায়ন্স ক্লাব অব আগরতলা গ্রিন আগরতলা স্মার্ট সিটির তরফে হয় বৃক্ষ রোপণ অনুষ্ঠান। স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত দুই কিলোমিটার এলাকা জুড়ে লাগানো হবে। সবুজ এলাকা গড়ে তোলাই লক্ষ্য। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিক ও লায়ন্স ক্লাবের কর্মকর্তারা। পুর নিগমের কমিশনার জানান, হাওড়া নদী উন্নয়ন প্রকল্প ইতিমধ্যে কাজ চলছে। সাড়ে তিন হাজার গাছ লাগানো হবে।তিনি জানান আগে এই নদীর পাড়ের অবস্থা খুবই খারাপ ছিল। লোকজন সমস্ত আবর্জনা ফেলত। চেষ্টা চলছে শহরের সবচেয়ে সুন্দর জায়গা যাতে এই এলাকা হয়। যাতে মানুষ এখানে এসে শরীর চর্চা কিংবা পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে পারেন।পাশাপাশি খাবারের দোকানের ব্যবস্থা করা হবে। কমিশনার সকলের কাছে আহ্বান রাখেন লাগানো গাছের সুরক্ষা যাতে করেন এবং বড় হতে সাহায্য করেন।
হাওড়ার পাড়ে লাগানো হল গাছ
79
previous post