আগরতলা : সিপিএম রাজ্য দপ্তর ও ছাত্র-যুব ভবনে প্রয়াত দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতি শ্রদ্ধা। সর্বভারতীয় নেতা সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন মানিক সরকার, জিতেন চৌধুরীরা। ২৫ দিনের যুদ্ধ শেষ। দিল্লির এইমসে বৃহস্পতিবার বিকেলে প্রয়াত হন সিপিএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। আইসিইউ-তে রাখা হয়েছিল তাঁকে। সোমবার রাতে অবস্থার অবনতি হয়েছিল। কৃত্রিম শ্বাসযন্ত্র দিয়ে রাখা হয়েছিল। অবশেষে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সীতারাম ইয়েচুরি। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মৃত্যুতে শোকের ছায়া সিপিএম নেতা কর্মীদের মধ্যে। এদিন সন্ধ্যায় মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে হয় শ্রদ্ধা জ্ঞাপন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী, মানিক দে, রমা দাস, তপন চক্রবর্তী, পবিত্র কর, অঘোর দেববর্মা, সুব্রত চক্রবর্তী সহ অন্যরা। প্রতিক্রিয়ায় সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বলেন, দেশে অবিসংবাদী নেতা ছিলেন সীতারাম ইয়েচুরি। এমন নেতার অকাল প্রয়াণে বিরাট শুন্যতা তৈরি হল। তিনি বলেন, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যেই ইয়েচুরিকে শ্রদ্ধা জানাবে দল। সিপিএম রাজ্য দপ্তরের পরে মেলারমাঠ ছাত্র যুব ভবনেও শ্রদ্ধা জানানো হয় সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ ছাত্র- যুবরা।
সিপিএম রাজ্য দপ্তরে শ্রদ্ধা সীতারামকে
153