আগরতলা : আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারের হাত ধরে সূচনা হল পশ্চিম জেলাভিত্তিক মিশন ইন্দ্র ধনুষ পঞ্চম পর্যায়ের অভিযান কর্মসূচীর। শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু ও গর্ভবতী মহিলাদের এই কর্মসূচীর মাধ্যমে টিকা দেওয়া হবে। বিশেষ করে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু ও গর্ভবতী মহিলা যারা এই টিকা থেকে বাদ পড়েছে তাদেরকে এই কর্মসূচীর মাধ্যমে টিকা দেওয়া হবে।শনিবার আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড অফিসে হয় পশ্চিম জেলা ভিত্তিক উদ্বোধনী অনুষ্ঠান। পশ্চিম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে হয় অনুষ্ঠান। মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরি দুলাল আচার্য, পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা।অনুষ্ঠানে এলাকার সাধারন মানুষের অংশগ্রহণ ছিল ভাল।
আগরতলা পুর নিগমের মেয়রের হাত ধরে সূচনা হল পশ্চিম জেলাভিত্তিক মিশন ইন্দ্র ধনুষ পঞ্চম পর্যায়ের
129