আগরতলা : পূর্বতন বাম সরকারের সময়ে কোন স্বচ্ছতা ছিল না সরকারি চাকরিতে। বাম জমানায় নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। তাই বাম সরকারের সময়ে অফার বণ্টন কোন মন্ত্রী- আধিকারিকরা করেননি অনুষ্ঠানের মাধ্যমে। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।সম্প্রতি বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সমালোচনা করেন বর্তমান সরকারের সময়ে অনুষ্ঠান করে মন্ত্রীরা অফার বণ্টন করা নিয়ে। এনিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে পাল্টা সমালোচনা করেন ত্রিপুর প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য.এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিপিন দেববর্মা, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। বর্তমানে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে সরকারি চাকরি হচ্ছে। তাই সৎ সাহস আছে বলেই অফার গুলি মন্ত্রী- আধিকারিকরা বিলি করছেন। কিন্তু পূর্বতন বাম সরকারের সময়ে অফার মন্ত্রী-আধিকারিকরা বিলি করতে পারেনি। কারণ নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। চাকরিতে স্বজনপোষণ করা হয়েছিল। তিনি বিভিন্ন তথ্য তুলে ধরেন।সাংবাদিক সম্মেলনে রাজীব ভট্টাচার্য এদিন সমালোচনা করেন কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান নামে কর্মসূচীর। তিনি বলেন, সংবিধান প্রণেতা আম্বেদকরকে কংগ্রেস শ্রদ্ধা অর্পণ করেনি দীর্ঘ বছর শাসন ক্ষমতায় কেন্দ্রে থাকার পরেও। বিগত দিনে আম্বেদকরের ছবি পর্যন্ত লাগানো হয়নি সংসদে। নির্বাচনে লড়াই করার পরেও কংগ্রেসিরা আম্বেদকরকে হারানোর প্রচেষ্টা করেছে। বাবা সাহেবকে ভারতরতন পর্যন্ত দেওয়া হয়নি কংগ্রেস জমানায়।
কংগ্রেসের সংবিধান বাঁচাও অভিযান কর্মসূচীর সমালোচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি
12